

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গত শুক্রবার সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই পরিস্থিতিতে তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার রাতেই বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে শুভকামনা জানানো হয়।
পোস্টে বিসিবি উল্লেখ করে, শরিফ ওসমান বিন হাদির দ্রুত সুস্থতা কামনা করছে বোর্ড। তিনি যেন শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন—এটাই তাদের প্রত্যাশা। পাশাপাশি জানানো হয়, এই কঠিন সময়ে বোর্ডের ভাবনা ও প্রার্থনা তার সঙ্গেই রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদি। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে লাইফ সাপোর্টে রয়েছেন।
মন্তব্য করুন

