রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন হাদির বড় ভাই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পর পরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির সর্বশেষ শারীরিক তথ্য জেনে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন।

এসময় হাসপাতালের ওটির সামনে জামায়াত আমিরকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন হাদির বড় ভাই ওমর। পরে তাকে (হাদির বড় ভাই) সান্ত্বনা দেন জামায়াত আমির।

হাসপাতালে যাওয়ার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন গুলিবিদ্ধ হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

পোস্টে জামায়াত আমির আরো লেখেন- কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি, আল্লাহ তাআলা তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X