

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি এবং তার সঙ্গে গত কয়েকদিন ধরে থাকা সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্তে সহযোগিতা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ।
সেই ব্যক্তিকে ধরতে জাতীয় জরুরি সেবা ছাড়াও মতিঝিল বিভাগের ডিসি ও পল্টন থানার ওসির ফোন নম্বরে কল করার অনুরোধ করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে রিক্সাযোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে তারা পালিয়ে যায়।
কিন্তু সেই মোটরসাইকেলটি কোনদিকে গেছে তা শনাক্ত করতে পারলেও সেই দুই ব্যক্তিকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
যদিও গতরাতে ডিএমপি কমিশনার জানান, তারা গুলিকারী ব্যক্তিকে শনাক্ত করেছেন। কিন্তু তাকে এখনও ধরতে পারেননি।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারের জন্য ঘটনার পর থেকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।
তবে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ফলে সন্দেহভাজন ওই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল-আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বর অথবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হলো।
সেই সন্দেহভাজন ব্যক্তির ব্যাপারে কারও কাছ কোনো প্রকার তথ্য থাকলে ডিসি মতিঝিল: ০১৩২০০৪০০৮০, ওসি পল্টন: ০১৩২০০৪০১৩২ এই দুই নম্বরে কল করার অনুরোধ করা হয়েছে। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে।
মন্তব্য করুন
