রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির ঘাতক ফয়সালের পরিবার নিয়ে যা জানা গেলো

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
expand
হাদির ঘাতক ফয়সালের পরিবার নিয়ে যা জানা গেলো

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের পিসিআর (PCR) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর কলেজসংলগ্ন এলাকায়। তার পিতার নাম হুমায়ুন কবির মালেক, এলাকায় তাকে মালেক হিসাবে চেনে। তবে তিনি বর্তমানে ঢাকার আদাবর থানাধীন পিসি কালচার হাউজিং সোসাইটি এলাকায় বসবাস করেন।

এদিকে সরেজমিনে বাউফলের কেশবপুর এলাকায় গিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৩০ বছর আগে ফয়সালের বাবা হুমায়ুন কবির ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি করে পরিবারসহ ঢাকায় চলে যান। এরপর থেকে তারা আর বাউফলে বসবাস করেননি এবং সেখানে বর্তমানে তাদের কোনো বাড়িঘরও নেই। স্বজনদের দাবি, ফয়সালকে তারা কখনো এলাকায় দেখেননি এবং কখনো গ্রামে আসেননি।

এ বিষয়ে বাউফল থানার তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের পরিবারের কোনো সদস্য বর্তমানে ওই বাড়িতে বসবাস করছেন না। অনেক আগেই তারা তাদের সব সম্পত্তি বিক্রি করে এলাকা ত্যাগ করেছেন। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকাটিতে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X