রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাদিকে গুলি করেছে ‘দাউদ খান’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পিএম আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
শরিফ ওসমান হাদি ও ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (ফাইল ছবি)
expand
শরিফ ওসমান হাদি ও ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (ফাইল ছবি)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একটি ছবি প্রকাশ করা হয়েছে।

যে ছবিটির সঙ্গে সাবেক ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের হুবহু মিল রয়েছে।

পুলিশ ওই বিজ্ঞপ্তিতে তার ছবি প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তির সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে।

থমথমে এই পরিস্থিতিতে গত দুই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একই ইস্যুতে বেশ কয়েকটি পোস্ট করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টা ৭ মিনিটে নিজের প্রোফাইলে তিনি লিখেছেন, বহুরূপী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কিভাবে ওসমান হাদির ইনার সার্কেলে ঢুকে গিয়েছিল, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

আপনি নিজেকেই জিজ্ঞাসা করুন, এই সবগুলো ছবি যে একই ব্যক্তির, সেটা আপনারা কতজন চিহ্নিত করতে পারতেন?

সাধারণ পরিবারের একটা ছেলে আজ মৃত্যুশয্যায়, মহান আল্লাহর কৃপায় আবার পূর্ণ শক্তিতে ফিরে আসুক সেটাই প্রার্থনা করি। অন্তত তাকে আমরা সমালোচনা করা থেকে বিরত থাকি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X