

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তথ্য দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনায় যারা হামলাকারীদের শনাক্ত বা গ্রেপ্তারে সহায়ক তথ্য দিতে পারবেন, তাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এ ধরনের সহিংসতা ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। দোষীরা যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত জোরদার করেছে এবং বিভিন্ন দিক থেকে তথ্য সংগ্রহ করছে।
মন্তব্য করুন

