

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশের ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে গুলশান থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সামিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভুক্তভোগীর অভিযোগ এবং তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় তোফায়েলের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।
সাক্ষীরা আদালতে হাজির হয়ে ঘটনাগুলোর সত্যতা তুলে ধরবেন বলেও জানান তিনি। প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানিয়েছেন, অভিযোগপত্রটি আগামী ৩০ ডিসেম্বর আদালতে উপস্থাপন করা হবে।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ফেসবুকের মাধ্যমে তোফায়েলের সঙ্গে তরুণীর পরিচয় হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কথাবার্তা চলতে থাকায় একসময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
পরে তোফায়েল তাকে প্রেমের প্রস্তাব দেন এবং বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে যেতে বলেন।
ভুক্তভোগীর দাবি, ৩১ জানুয়ারি তাকে ‘স্ত্রী’ পরিচয়ে গুলশানের একটি হোটেলে নিয়ে যায় তোফায়েল।
সেখানেই তাকে জোর করে ধর্ষণ করা হয়। এরপরও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় একই ঘটনা ঘটান ক্রিকেটারটি। কিন্তু পরে বিয়ের কথা তুলতেই তিনি অস্বীকৃতি জানান।
১ আগস্ট তরুণী গুলশান থানায় মামলা করলে তদন্ত শুরু করে পুলিশ। মামলার পরে তোফায়েল ছয় সপ্তাহের আগাম জামিন পান হাইকোর্ট থেকে।
শর্ত ছিল, জামিন শেষ হওয়ার আগেই তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু জামিনের মেয়াদ শেষ হলেও তিনি আদালতে হাজির হননি।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগিত ঘটনা বেশ কয়েক মাস আগের হওয়ায় কোনো শারীরিক আলামত জব্দ করা সম্ভব হয়নি।
হোটেলের গেস্ট রেজিস্ট্রার ও বুকিং স্লিপসহ কিছু নথি জব্দ করা হলেও মেডিক্যাল পরীক্ষায় তরুণীর শরীর থেকে কোনো বীর্যের উপস্থিতি পাওয়া যায়নি। তবে সামগ্রিক তদন্তে ঘটনাটি প্রাথমিকভাবে সত্য বলে উল্লেখ করেছে পুলিশ।
তরুণী জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করা হয়েছিল।
বিষয়টির সমাধান চেয়ে তোফায়েলের পরিবারের কাছেও যান তিনি, কিন্তু কোনো ফল পাননি।
এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির কাছেও লিখিত অভিযোগ দিয়েছিলেন বলে জানান তিনি, তবে সেখান থেকেও প্রতিশ্রুত সহায়তা পাননি।
মন্তব্য করুন

