

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চ্যাম্পিয়ন্স লিগে অবশেষে জয়ের দেখা পেল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে জুলেস কুন্দের দারুণ জোড়া গোলে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের শুরুটা কিন্তু বার্সার জন্য সুখকর ছিল না। ২১ মিনিটে কাতালানদের উঁচু লাইন রক্ষণ ভেদ করে পাল্টা আক্রমণে গোল পায় জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট। প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
তবে বিরতির পর পুরো দৃশ্যপট বদলে যায়। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই দুটি হেডে গোল করে দলকে এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার কুন্দে। ৫০ মিনিটে মার্কাস রাশফোর্ডের ক্রস থেকে হেডে সমতা ফেরান তিনি। তিন মিনিট পর লামিনে ইয়ামালের দারুণ ক্রসে আরেকটি হেডে দলকে এগিয়ে দেন কুন্দে।
শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি, ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অবস্থান আরও মজবুত করল কাতালানরা। এর আগে লা লিগায় ১৬ ম্যাচ শেষে ৪০ পয়েন্টে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।
ঘরোয়া লিগ ও ইউরোপিয়ান প্রতিযোগিতা-দুই মঞ্চেই একের পর এক জয়ে বাড়ছে ফ্লিক বাহিনীর আত্মবিশ্বাস।
মন্তব্য করুন

