

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুসলমানদের কাছে জুমার দিন সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। হাদিসে এসেছে, এই দিনটি আল্লাহর কাছে ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই শ্রেষ্ঠ ও সম্মানিত।
তাই এ দিনের আমল, বিশেষ করে জুমার নামাজ, অন্য দিনের তুলনায় অধিক গুরুত্ব বহন করে।
অনেকেই জানেন না, জুমার নামাজের আগে ও পরে ঠিক কত রাকাত সুন্নত নামাজ আদায় করা উচিত। ইসলামিক সূত্র ও হাদিস অনুযায়ী, রাসূলুল্লাহ (সা.) জুমার নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ পড়তেন।
সহিহ বুখারিতে ইবনে উমর (রা.) থেকে বর্ণিত আছে, নবী করিম (সা.) জুমার আগে চার রাকাত নামাজ আদায় করতেন। (সহিহ বুখারি, হাদিস ৯৩৭)।
ফিকহবিদদের মধ্যে ভিন্নমত থাকলেও অধিকাংশ আলেমের মতে, জুমার আগে চার রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ পড়া উত্তম ও ফজিলতপূর্ণ। কেউ চাইলে দুই রাকাত করেও আদায় করতে পারেন।
ইমাম আবু হানিফা (রহ.) বলেন, জুমার নামাজের আগে জোহরের মতো চার রাকাত সুন্নত আদায় করা উচিত। তবে অন্য কিছু ইমামের মতে, জুমার আগে বিশেষ কোনো নির্দিষ্ট সুন্নত নেই; বরং মসজিদে প্রবেশের পর দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ নামাজ পড়াই যথেষ্ট।
জুমার নামাজ শেষে রাসূলুল্লাহ (সা.) চার রাকাত সুন্নত নামাজ আদায় করতেন। সহিহ মুসলিমে আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত আছে, নবী করিম (সা.) বলেছেন, “তোমাদের কেউ যদি জুমার নামাজ আদায় করে, তবে সে যেন এর পর চার রাকাত নামাজ পড়ে।” (সহিহ মুসলিম, হাদিস ৮৮১)।
অতএব, জুমার নামাজের আগে চার রাকাত ও পরে চার রাকাত সুন্নত নামাজ পড়া উত্তম। কেউ চাইলে এই নামাজগুলো দুই দুই রাকাত করেও আদায় করতে পারেন। এর বাইরে অতিরিক্ত নফল নামাজ পড়লে তাও সওয়াবের কাজ হিসেবে গণ্য হবে।
মন্তব্য করুন