

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, যারা বাংলাদেশপন্থী নয়, যারা ফ্যাসিবাদী ব্যবস্থাকে প্রতিষ্ঠা করেছে, যারা আয়নাঘর গঠন করেছে এবং গুম-খুনে জড়িত — তাদের ভোটাধিকার বা রাজনীতি করার কোন অধিকার নেই।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ট অনুচরদের রাজনৈতিকভাবে থাকা উচিত নয় এবং যেখানে তাদের পাওয়া যাবে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তিনি দাবি করেন, এমন ভূমিকা নেওয়া ব্যক্তিদের সমাজে কোন স্থান থাকা উচিৎ নয়।
সাদিক কায়েম আরও বলেন, আন্তর্জাতিক দৃশ্যপটের উদাহরণ টেনে—জার্মানিতে ন্যাজি বাহিনী ও ইতালিতে মুসোলিনি-মত সংগঠনের নিষেধাজ্ঞার উদাহরণ—বাংলাদেশেও একই ধরনের নিষেধাজ্ঞা ও বিচার প্রযোজ্য হওয়া উচিত।
তিনি জানান, ৫ আগস্টের পর বিভিন্ন স্থানে থাকা আয়নাঘর ও সংশ্লিষ্ট নথিপত্র নষ্ট করা হয়েছে বলে অভিযোগ আছে; এসব ধ্বংসের সঙ্গে যুক্তদের খোঁজ করে বিচার করা প্রয়োজন।
মন্তব্য করুন
