

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বহু আলেম-ওলামাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) জাতীয় শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের পক্ষে যারা দাঁড়িয়েছেন, ফ্যাসিবাদী সরকারের দমন-নিপীড়নের শিকার হয়েছেন তারা। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজারেরও বেশি মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। নিজামী, মীর কাসেম ও সালাউদ্দিন কাদেরের মতো ব্যক্তিত্বদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে—এটি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র চায়—যেখানে বিদেশি প্রভাব নয়, জনগণের ইচ্ছাই হবে সর্বোচ্চ।”
বিএনপি মহাসচিব স্মরণ করিয়ে দেন, “১৯৭৫ সালের বাকশাল আমলে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সাংবাদিকরা চাকরি হারিয়ে রাস্তায় নেমেছিলেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সব দলকে নির্বাচনের ট্রেনেই উঠতে হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই আমরা প্রকৃত গণতন্ত্রে ফিরতে পারব।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “শেখ হাসিনা এককভাবে বাকশালের মতো কাঠামো তৈরি করেছিলেন, যেখানে সব গণমাধ্যম একই ভাষায় কথা বলত।”
এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “বর্তমান সংবাদমাধ্যমগুলো অতীতের ভয়ভীতির সংস্কৃতি পুরোপুরি তুলে ধরতে পারেনি। এখন সেই দায়িত্ব তাদেরই নিতে হবে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    