

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপি ও যুবদলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা–কর্মীসহ দুই শতাধিক ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বিনাউটি ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বিএনপির কসবা উপজেলার নির্বাহী সদস্য ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন এবং স্থানীয় মেম্বার মজু মিয়া এ যোগদানের নেতৃত্ব দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, পরিচালনায় ছিলেন মাওলানা আব্দুল হালিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা নায়েবে আমির শিবলী নোমানি এবং উপজেলা সেক্রেটারি গোলাম।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, সাবেক সেক্রেটারি আল আমিন সরকার, সাবেক শিবির নেতা আমীর হোসেন, ইমরান হোসেন, মাওলানা আব্দুল হালিম, মনির হোসেনসহ আরও অনেকে।
নতুনদের স্বাগত জানিয়ে আতাউর রহমান সরকার বলেন, জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাজনীতির পক্ষে অবস্থান নেবে এবং জোটকে সমর্থন করবে।
মন্তব্য করুন
