

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট ব্যবহার বন্ধ হয়ে যাবে। তবে, ইতোমধ্যেই যারা অনিবন্ধিত ফোন ব্যবহার করছেন, তাদের জন্য বিটিআরসি সুখবর দিয়েছে।
সংস্থাটির নতুন ঘোষণায় জানানো হয়েছে, ১৬ ডিসেম্বরের আগে দেশের নেটওয়ার্কে যেসব ফোন ব্যবহার হয়েছে—সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং নেটওয়ার্কে সচল থাকবে।
রবিবার (১৬ নভেম্বর) বিটিআরসি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট (বৈধ, অবৈধ বা ডাটাবেইজে অনুপস্থিত) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং সচল থাকবে।
এছাড়া জানানো হয়, ১৬ ডিসেম্বর NEIR (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেম চালু হবে। এ সিস্টেম চালুর পর ১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় চলে আসবে।
মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে বৈধতা যাচাই করার পদ্ধতি আপনার হ্যান্ডসেটের IMEI নাম্বার জানার জন্য ডায়াল করুন *#06#। অতঃপর মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<space>১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে প্রেরণ করুন। ফিরতি মেসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।
এনইআইআর সম্পর্কিত তথ্য সেবা এনইআইআর সম্পর্কিত যে কোন তথ্য জানার প্রয়োজন হলে বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০ এ কল করুন। যেকোনো অপারেটরের মোবাইল নাম্বার থেকে ডায়াল করুন *16161#। সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর ১২১ এ ডায়াল করে অথবা কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি যোগাযোগ করে এ সংক্রান্ত সেবা নিন। NEIR সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসার সমাধান পেতে ভিজিট করুন http://neir.btrc.gov.bd।
মন্তব্য করুন
