

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার।
এর আগে দুপুরে জানা যায়, আদালত-৩–এর বিচারক আফরোজা তানিয়া মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। খবরটি ছড়িয়ে পড়লে প্রথমে মেহজাবীন এটিকে ভিত্তিহীন দাবি করলেও পরে আগাম জামিন নিতে আদালতে উপস্থিত হন।
মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার আশ্বাস দিয়ে মেহজাবীন ও তার ভাইয়ের পক্ষ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেওয়া হয়। পরে ব্যবসা শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে সময়ক্ষেপণ করা হয়।
এজাহারে বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে আমিরুল ইসলামকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজন তাকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে তিনি ২৪ মার্চ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।
হাজিরার নির্ধারিত তারিখে আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় ৩ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয় এবং ১০ নভেম্বর তা কার্যকর করা হয়। এরপর মেহজাবীন ও তার ভাই আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।
মন্তব্য করুন
