

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, যদি কেউ যানবাহনে আগুন দেয় বা ককটেল নিক্ষেপের মাধ্যমে নাশকতা চালায়, তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে গুলি চালানো হবে।
রোববার বিকেলে বেতার বার্তায় এই নির্দেশনার কথা জানানো হয়।
কমিশনার ওয়্যারলেসে স্পষ্টভাবে বলেছেন, কেউ বাসে আগুন দিলে বা ককটেল নিক্ষেপ করে জীবনহানির চেষ্টা করলে, আমাদের আইন অনুযায়ী পুলিশ তাদের প্রতিহত করবে। পুলিশের গাড়িতে আগুন দেওয়া বা জানমালের ক্ষতি করার চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।
এর আগে গত সপ্তাহে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজও একই ধরনের সতর্কতা দিয়েছেন, যা নিয়ে সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।
ডিএমপি সূত্রের ধারণা, আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত আন্তর্জাতিক মানবতাবিরোধী মামলার রায় ঘোষিত হওয়ার কারণে দেশের কিছু সংগঠন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতি মোকাবিলায় কমিশনার এই সতর্কতা দিয়েছেন।
মন্তব্য করুন
