

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


No Promotion No Work এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্লাস বর্জন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের শিক্ষকরা।
রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে সরকারি দেবেন্দ্র কলেজে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করা হয়।
কর্ম বিরতিতে অংশ নেয়া শিক্ষকরা বলেন, বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের ৩২ থেকে ৩৭ তম ব্যাচ পর্যন্ত আমাদের যারা আছে সবাই প্রমোশনের যোগ্য। এবং প্রমোশনের জন্য কিছু শর্ত পূরণ করতে হয় তারমধ্যে বিভাগীয় পরীক্ষা ও সিনিয়র স্কেল পাস ও চাকরি ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদ সহ সকল বিষয়ে যোগ্য তারা। চাকরির ১২ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমাদের কোন পদোন্নতি হচ্ছে না। তবে আমাদের এই পদোন্নতি যৌক্তিক।
তারা বলেন, শিক্ষা দেশের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু শিক্ষাকেই বর্তমানে দেশে অবহেলিত করে রাখা হয়েছে। বলা হয় শিক্ষাই জাতির মেরুদন্ড আর এই শিক্ষাক্ষেত্রেই যদি কোন সমস্যা হয়ে যায় তাহলে জাতির প্রসার হয় না। এর জন্য শিক্ষাকে বাইরে রেখে কোন সংস্কার কার্যক্রম হতে পারে না। সংস্কার কার্যক্রম হবার জন্য অবশ্যই শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে।
তারা আরও বলেন, জুলাই ২০২৪ এর বিপ্লবের পরে বিসিএস অন্যান্য ক্যাডারের কর্মকর্তাগণ পদোন্নতি পেয়েছে, এই সেদিনও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাগণ পদের অতিরিক্ত (সুপার নিউমেরি) পদোন্নতি পেয়েছেন। কিন্তু বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এন্ট্রি লেভেলের যোগ্য কর্মকর্তাগণ দীর্ঘ প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। যদিও এই পদোন্নতির ফলে সরকারে অর্থের সংশ্লেষ তেমন নেই।
যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হয় সে পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে বলে জানান তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিসিএস প্রভাষক পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মাজাহারুল ইসলাম, বিসিএস প্রভাষক পরিষদ মানিকগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক আবা খালেদ মহসিন উদ্দিন, সদস্য সচিব তাপসী রাবেয়া মারজান, প্রভাষক সৈয়দ রাহিমুর রহমান, প্রভাষক মোঃ আজিম মিয়া, প্রভাষক মোঃ আব্বাস আলী প্রমুখ।
মন্তব্য করুন