সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসির সংলাপে যাচ্ছে না জামায়াত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:১৯ এএম আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) পরিচালিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের তৃতীয় ধাপ আজ সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাওয়াত দেওয়া হলেও দলটি এই সংলাপে অংশ নিতে ইসির কাছে সময় চেয়ে আবেদন করেছে।

ইসি সূত্র জানিয়েছে, আজ ১২টি দলকে সংলাপে দাওয়াত দেওয়া হয়েছিল। তবে জামায়াতে ইসলামী কমিশনে অন্য সময় চাওয়ায় তাদের স্থানে জাকের পার্টি সংলাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জামায়াতে ইসলামী পরে অন্য কোনো সময়ে সংলাপে অংশ নেবে।

রোববার (১৬ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সোমবারের সংলাপের সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।

সকাল ১০:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত সংলাপ হবে—বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর সঙ্গে।

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংলাপ অনুষ্ঠিত হবে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি (জামায়াতের স্থলে), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সঙ্গে।

এতদিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে গত বৃহস্পতিবার ও রোববার মোট ২৪ দলকে সংলাপে দাওয়াত দেওয়া হয়েছিল; এর মধ্যে ২৩ দলই উপস্থিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন