সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন নারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ঘটনাবহুল পৃথিবীতে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে, যার কিছু বাস্তবতার সীমা ছাড়িয়ে যায়। এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবে। সেখানে থানায় গিয়ে এক নারী জিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

রোববার (১৬ নভেম্বর) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

অভিযোগকারী নারীর দাবি, তার স্বামীর ওপর ভর করা এক জিন তাকে ধর্ষণ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবের ভাদর গ্রামের ৪০ বছর বয়সী ওই নারী গত বৃহস্পতিবার কাকরালি থানায় করা এফআইআরে অভিযোগ করেন যে তার ১৮ বছর বয়সী স্বামী তাকে বারবার যৌন নির্যাতন করেছে। তবে তার বক্তব্য, স্বামী নয়-স্বামীর দেহে ভর করা এক জিনই এসব ঘটাতে বাধ্য করেছে তাকে।

এফআইআরের কপিতে দেখা যায়, পাকিস্তান পেনাল কোডের ৩৭৬ (ধর্ষণ) ধারায় মামলাটি গ্রহণ করা হয়েছে।

ওই নারী অভিযোগে বলেন, আদিল নামের একটি জিন আমার প্রেমে পড়েছে। তার দাবি, যখন সেই জিন স্বামীর শরীর নিয়ন্ত্রণ করে, তখন ‘যৌনসম্পর্ক না হওয়া পর্যন্ত’ স্বামী স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন না।

এ ধরনের ঘটনার কারণে তার সংসারজীবন ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন তিনি এবং স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থার আবেদন জানান।

পাকিস্তানে জিনের প্রভাবে অপরাধ সংঘটনের অভিযোগ খুব বেশি শোনা যায় না, তবে এটি একেবারে নতুনও নয়। চলতি বছরের সেপ্টেম্বরে লাহোর হাইকোর্টে এক নারীর নিখোঁজ হওয়ার মামলায় শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তাকে একটি জিন অপহরণ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন