সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সেই শিক্ষিকা মারা গেছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
শিক্ষিকা ফাতেমা আক্তার
expand
শিক্ষিকা ফাতেমা আক্তার

দশম গ্রেড বেতনসহ ৩ দফার আন্দোলনের সময় রাজধানীতে অসুস্থ হয়ে পড়া শিক্ষিকা ফাতেমা আক্তার রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শিক্ষক নেতারা অভিযোগ করেছেন, ৮ নভেম্বর রাজধানীতে শিক্ষকদের পদযাত্রার সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর কয়েক দিনের চিকিৎসার পর তার মৃত্যু হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি গণমাধ্যমকে জানিয়েছেন, আন্দোলনের সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে ফাতেমা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ তার মৃত্যু ঘটে।

ফাতেমা আক্তার ছিলেন চাঁদপুরের মতলব উত্তরের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং একই এলাকার বাসিন্দা ডি এম সোলেমানের স্ত্রী।

তার মৃত্যুর খবরে শিক্ষক সংগঠনগুলো শোক প্রকাশ করেছে। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ ফেসবুক পোস্টে লিখেছেন, “দশম গ্রেড আন্দোলনের এক সাহসী যোদ্ধাকে হারালাম। মতলব উত্তরের গর্ব ফাতেমা আক্তার আমাদের ছেড়ে গেলেন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন