শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কেরানীগঞ্জে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকা-২ আসনের তারানগর ইউনিয়নে আয়োজিত নির্বাচনী গণসংযোগ সভায় তারা দলবদল করেন।

এ সময় ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল মো. আব্দুল হক নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান।

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া নেতাদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মিরাজুল আলম মাশরুরসহ বিএনপির তিন শতাধিক নেতাকর্মী রয়েছেন বলে জানানো হয়।

জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল মো. আব্দুল হক বলেন, ‘কেরানীগঞ্জ-সাভার আংশিক নিয়ে ঢাকা-২ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন তাদের আমরা অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আমি দোয়া করি আমরা সারা জীবন যেন একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করতে পারি।’

অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতে ইসলামী আমির আব্দুর রহিম মজুমদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামী আমির শুরা সদস্য মাওলানা দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, আমিনুল ইসলাম বুলবুল, গালিবসহ প্রমূখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X