বৃহস্পতিবার
২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের পর্যবেক্ষণে নির্বাচনে স্বচ্ছতা বাড়বে: সিইসি  

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
expand
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা বাড়বে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি জানান, ভোটের মাঠে সংবাদ সংগ্রহের কাজ সহজে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সিইসি।

এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে সাংবাদিক পাস কার্ড পেতে নানান জটিলতার কথা জানান সাংবাদিকরা।

সিইসি বলেন, আমি একা সিদ্ধান্ত নিতে পারব না, পুরো কমিশনের সঙ্গে আলোচনা করতে হনে। নির্বাচনকালীন সময়ে সাংবাদিক ও তাদের সংবাদ সংগ্রহের সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিতের কথাও জানান তিনি।

এ সময় সাংবাদিক নীতিমালা সংশোধন ও ভোট পর্যবেক্ষণের পাশ দেয়ার অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

আগামী রোববারের মধ্যে বিষয়টি সমাধান না হলে সাংবাদিকরা আগামী নির্বাচন কাভার করবে কিনা তা ভেবে দেখবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X