

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘদিনের আইনি লড়াই শেষে টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলায় ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক সালিশি আদালতের রায়ে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে বাংলাদেশকে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (আইসিডি/ICSID) ট্রাইব্যুনাল এ নির্দেশনা দেয়। জ্বালানি সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই রায় বাংলাদেশের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশের দাবি ছিল ১০০ কোটি মার্কিন ডলার, সেখানে পাওয়া গেছে মাত্র ৪ কোটি ২০ লাখ ডলার। রায়ের বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০০৩ সালের ১৬ অক্টোবর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে কাজের দায়িত্ব পায় কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকো। তবে চুক্তি স্বাক্ষরের মাত্র পাঁচ দিনের মধ্যেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৎকালীন ভাইস প্রেসিডেন্টের অনুকূলে ৪০ লাখ কানাডিয়ান ডলার প্রদান শুরু করে—যা পরবর্তীতে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
ওই সময় অভাবনীয় দুর্নীতির কারণে জাতীয় সম্পদের আধার টেংরাটিলা গ্যাসক্ষেত্র ভোগে। নাইকো খনন কাজ শুরুর পর ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন গ্যাসক্ষেত্রে পরপর দুটি মারাত্মক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে গ্যাসক্ষেত্রের মজুদ গ্যাস পুড়ে যায় এবং আশপাশের স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়।
বিশ্লেষকদের মতে, দুর্নীতির মাধ্যমে অযোগ্য এক প্রতিষ্ঠানকে কাজ দেয়ার খেসারত বহন করতে হয় লম্বা সময়। অনেকের ধারণা, এমন দুর্নীতি না হলে গ্যাস সংকটে ভুগতো না বাংলাদেশ।
মন্তব্য করুন

