শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের নেতাসহ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম
বিএনপিতে যোগদান
expand
বিএনপিতে যোগদান

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি) সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে আসা শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

বুধবার রাতে (২৮ জানুয়ারি) ইন্দুরকানী উপজেলার ১নং পাড়েরহাট ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানটি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. এম. ফারুক হোসাইনের নেতৃত্বে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বিএনপিতে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জিয়া মঞ্চের সভাপতি আহসান কবির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মো. আব্দুল্লাহ সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম শিকদার, যুবদল নেতা কে. এম. শামীম রেজা, ছাত্রদল নেতা সাইমুন আহম্মেদ, তারিকুল ইসলাম তরুণ, নয়ন তালুকদার, কলেজ ছাত্রদল নেতা আসাদুল ইসলাম বাবু, বেল্লালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন নবীন, পাড়েরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি আব্দুল ছালাম মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম হাওলাদার, উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক মো. কাওছার আহম্মেদ দুলাল, মহসিন মধু, মাইনুল হক মালেক, মো. হারুন অর রশিদ, পান্না, রুইয়ান ফকির, লিটন হাওলাদার, দেলোয়ার মাতুব্বর, ফিরোজ আকন, যুবলীগ নেতা বাদল খান, আলামিন মোল্লাসহ আরও অনেকে।

যোগদানকৃত নেতৃবৃন্দ বলেন, বিএনপির আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অনুপ্রাণিত হয়ে তারা এ দলে যোগদান করেছেন। তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ বলেন, ইন্দুরকানী উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম বর্তমানে বেশ শক্তিশালী ও গতিশীল। এই যোগদানের ফলে ইন্দুরকানীসহ আশপাশের এলাকায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাধারণ মানুষ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X