

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশে এখন এক লাখ কোটি টাকা যাকাত সংগ্রহের সম্ভাবনা রয়েছে। এই অর্থ সংগ্রহ করা সম্ভব হলে বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে বলে মনে করেন সাবেক সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং যাকাত ফেয়ারের অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চতুর্দশ যাকাত ফেয়ার উপলক্ষে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. আবদুল মজিদ বলেন, আমরা মনে করি ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশের জনগণের মধ্যে একটি বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সঠিকভাবে যাকাত প্রদান মানে শুধু অভাবীদের সহায়তা করা নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে তোলা, যাতে তারা ভবিষ্যতে দাতা হতে পারে। এদিকে দারিদ্র্যবিমোচনে সরকার বৈদেশিক লোন নিয়ে থাকে। অথচ দেশে এক লাখ কোটি টাকা যাকাত আদায়ের সম্ভাবনা রয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের থেকে যাকাত আদায় করা সম্ভব হলে দারিদ্র্য বিমোচনে সরকারের লোন নিতে হবে না। দেশে গৃহহীন ও চিকিৎসার অভাবে মানুষ মারা যেত না।
তিনি আরো বলেন, দেশে ব্যক্তিগত উদ্যোগে সবচেয়ে বেশি যাকাত আদায় হয়। এখনও শাড়ি-লুঙ্গী দেওয়ার প্রচলন বেশি। শাড়ি লুঙ্গীতে সমাজ বদলাবে না। এসবের পরিবর্তে একটা ভ্যানগাড়ি, ব্যবসার ব্যবস্থা করলে সমাজ পরিবর্তন হবে।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, চলতি বছরে আমাদের ৯০ কোটি টাকা যাকাত সংগ্রহের টার্গেট রয়েছে। সিজেডএম মেধাবিকাশে সবচেয়ে বেশি কাজ করে থাকে। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সাড়ে ১৭ হাজার প্রথম বর্ষের শিক্ষার্থীদের চার হাজার টাকা করে ৩০ মাস জিনিয়াস উচ্চ বৃত্তি সহায়তা দেওয়া হয়। এ বছরও বিশ্ববিদ্যালয়ের ও মেডিকেল কলেজের ৫০০ শিক্ষার্থীকে জিনিয়াস বৃত্তি দেওয়া হয়েছে। সারা দেশে ৬০টির বেশি প্রাইমারি হেলথ কেয়ার প্রতিষ্ঠান রয়েছে। সেখানে চিকিৎসক-প্যারামেডিকরা নিয়মিত সেবা দিচ্ছে। ওষুধও সরবরাহ করা হচ্ছে। সিজেডএম এর ডায়ালাইসিস সেন্টারে মাসে ৬০ জন বিনামূল্যে ডায়ালাইসিস সেবা পাচ্ছেন। ৩০ জন থ্যালাসেমিয়া রোগীকে চিকিৎসার দায়িত্বভার সিজেডএম পূলন করছে। এছাড়া ১৫টি স্কুল, কলেজ ও মাদরাসা পরিচালনা করা হচ্ছে। সাড়ে ৫ হাজার মানুষকে ভোকেশনাল ট্রেনিং দিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, "ইনসাফ প্রতিষ্ঠায় যাকাত" এই প্রতিপাদ্য নিয়ে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি, শনিবার রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে চতুর্দশ যাকাত ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হবে। এ ফেয়ারের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
এবারের যাকাত ফেয়ারে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা ২০ মিনিটে "Islamic Social Finance: A Roadmap for the Way Forward" শীর্ষক সিম্পোজিয়াম শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হাসান জিল্লুর রহমান।
বেলা আড়াইটায় মহিলাদের জন্য "নারীদের জন্য প্রশ্নোত্তর সেশন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বুয়েটের অধ্যাপক ও এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড. সৈয়দা সুলতানা রাজিয়া। প্রশ্নোত্তর দেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। একই সময়ে অন্য হলে অনুষ্ঠিত হবে "চ্যারিটি প্রতিষ্ঠানসমূহের অভিজ্ঞতা বিনিময় সেশন"। এতে ২০টি দেশি-বিদেশি বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। অধিবেশনে সভাপতিত্ব করবেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টর (সিজেডএম) চেয়ারম্যান নিয়াজ রহিম।
সবার জন্য উন্মুক্ত যাকাত ফেয়ারে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত "যাকাত ক্যালকুলেশন ও মাসআলা-মাসায়েল" সংক্রান্ত সহায়তা প্রদানের লক্ষ্যে থাকবে যাকাত ক্যালকুলেশন ডেস্ক। যাকাতের বিধি-বিধান ও মাসআলা-মাসায়েল সংক্রান্ত বিষয়ে জবাব দেবেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান অধ্যাপক মোখতার আহমাদ ও ধানমন্ডি সোবহানবাগ মসজিদের খতিব শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের নির্বাহী কমিটির আহ্বায়ক মুনাওয়ার মিসবাহ মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব আরাস্তু খান।
মন্তব্য করুন
