শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-হোয়াটসঅ্যাপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মেটা খুব শিগগিরই তাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকের প্রিমিয়াম সংস্করণ চালু করতে পারে। এক প্রতিবেদনে এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। মেটার বক্তব্য অনুযায়ী, এই নতুন সাবস্ক্রিপশন মডেলটি তাদের বিদ্যমান ভেরিফায়েড প্ল্যানের থেকে আলাদা হবে এবং এতে এমন কিছু এক্সক্লুসিভ ফিচার থাকবে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকবে না।

ব্যবহারকারীদের থেকে আয় বাড়ানোর লক্ষ্যে মেটা দীর্ঘদিন ধরেই বিভিন্ন মডেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। বিশেষ করে প্ল্যাটফর্মগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাএর ব্যবহার বাড়ায় প্রিমিয়াম সংস্করণের সম্ভাবনাও আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়ে উঠেছে।

হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের প্রিমিয়াম ভার্সনে কী থাকতে পারে?

যদিও এখনও আনুষ্ঠানিকভাবে প্রিমিয়াম ফিচারগুলোর পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে— এই প্ল্যাটফর্মগুলোতে বেশ কিছু উন্নত টুল পেওয়ালের আড়ালে রাখা হবে।

তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা তাদের ম্যানাস এআই এজেন্ট এই প্রিমিয়াম প্ল্যানের অংশ হিসেবে চালু করতে পারে। পাশাপাশি ইনস্টাগ্রামেও এই এআই সুবিধা যুক্ত হতে পারে, যাতে আরও বেশি ব্যবহারকারীর কাছে এটি পৌঁছায়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভাইবস-এর মতো এআই-চালিত টুল— যার মাধ্যমে ছোট আকারের এআই ভিডিও তৈরি করা যায়— এই প্রিমিয়াম ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত হতে পারে। সম্ভাবনা রয়েছে, চলতি বছরের শেষ নাগাদ এটি বৃহত্তর পরিসরে চালু হবে।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সম্ভাব্য প্রিমিয়াম ফিচারের মধ্যে থাকতে পারে—

কে আপনাকে ফলো করছে না তা দেখার সুবিধা এবং স্টোরি দেখলেও যেন অপর ব্যক্তি নোটিফিকেশন না পান এমন অপশন।

মেটা ইতোমধ্যেই ভেরিফায়েড সাবস্ক্রিপশন চালু করে বাজারের প্রতিক্রিয়া যাচাই করেছে। এখন তাদের হাতে থাকা বিপুল এআই টুল ব্যবহার করে আরেকটি প্রিমিয়াম মডেল আনলেও, এতে ফ্রি ব্যবহারকারীদের অভিজ্ঞতায় বড় কোনও প্রভাব পড়বে না— এমনটাই ধারণা করা হচ্ছে।

তবে এআই ফিচার নিয়ে ওঠা গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ মোকাবিলা করা মেটার জন্য বড় চ্যালেঞ্জ। ব্যবহারকারীদের আশ্বস্ত করতে হবে যে, তাদের ব্যক্তিগত তথ্য বা চ্যাট—বিশেষ করে হোয়াটসঅ্যাপে (যেখানে ইতোমধ্যে বিজ্ঞাপন চালু হয়েছে)—এআই প্রশিক্ষণে ব্যবহার করা হবে না।

হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক শুরু থেকেই মূলত ফ্রি প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হয়ে আসছে। যদিও এগুলো অধিগ্রহণে মেটাকে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হয়েছে। তাই এখন হয়তো প্রতিষ্ঠানটি মনে করছে—এই প্ল্যাটফর্মগুলো থেকে সরাসরি আয় করার সময় এসে গেছে।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—আসলেই কতজন ব্যবহারকারী এসব প্রিমিয়াম ফিচারের জন্য টাকা খরচ করতে রাজি হবেন?

সূত্র: টেকক্রাঞ্চ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X