

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে ২ হাজার ৫'শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট'সহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেন, এসআই একেএম ইউনুছ, এএসআই রবিউল হোসেন, এএসআই মো. মনির হোসাইন'সহ একটি দল সাদুল্লাপুর ইউনিয়নের পশ্চিম পুটিয়ারপাড় এলাকায় সাবেক ইউপি সদস্য ফয়েজ মেম্বারের বসতঘরে অভিযান চালায়। এ সময় মো. সাকিল হোসেন (২৫) ও মোসা. রিমা আক্তার (৩৪) কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য ফয়েজ মেম্বার ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে এলাকায় প্রচলিত রয়েছে। কিছুদিন আগে ফয়েজ মেম্বার প্রবাসে চলে যাওয়ার পর তার অনুপস্থিতিতে এই অবৈধ কার্যক্রম তার স্ত্রী ও শাশুড়ি পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক দুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, মাদক নির্মূলে মতলব উত্তর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকেই আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হোসনাইন সানীব বলেন, মতলব এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন
