বৃহস্পতিবার
২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থিতা নিয়ে মুন্সী ও দুই ভূঁইয়ার  আপিল আবেদন কার্যতালিকায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
মো. আবদুল গফুর ভূঁইয়া, মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ও মঞ্জুরুল আহসান মুন্সী
expand
মো. আবদুল গফুর ভূঁইয়া, মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ও মঞ্জুরুল আহসান মুন্সী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে বিএনপির ৩ প্রার্থীর বিষয়ে পক্ষে-বিপক্ষে করা পৃথক পৃথক আপিল আবেদনের শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শেষ হয়েছে।

এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার (১ ফেব্রুয়ারি) দিন ঠিক করেছেন আদালত।

এই প্রার্থীরা হলেন- কুমিল্লা-১০ আসনে (নাঙ্গলকোট) মো. আবদুল গফুর ভূঁইয়া ও মো. মোবাশ্বের আলম ভূঁইয়া এবং কুমিল্লা-৪ আসনের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।

এর মধ্যে রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা-১০ আসনে বিএনপির মো. আবদুল গফুর ভূঁইয়ার আবেদন (লিভ টু আপিল) শুনানি হয়। একই আসনে বিএনপির আরেক প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেছিলেন। তার করা রিটের শুনানি নিয়ে ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন।

একই সঙ্গে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়। তিনি এরইমধ্যে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। অন্যদিকে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ‘হাসান আহমেদ বনাম মো. মোবাশ্বের আলম ভূঁইয়া এবং অন্য’ শিরোনামে লিভ টু আপিলটি (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ১ নম্বরে ছিল।

এদিকে আবদুল গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিক অভিযোগ করে ইসিতে আপিল করেন একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X