শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা আমিরের গাড়ি থেকে অস্ত্র উদ্ধার নিয়ে যা বলল জামায়াত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম
মেহেরপুর জেলা জামায়াতের প্রতিবাদ লিপি
expand
মেহেরপুর জেলা জামায়াতের প্রতিবাদ লিপি

মেহেরপুর জেলা জামায়াতের আমীরের ব্যবহৃত গাড়ি থেকে উদ্ধার হওয়া কিছু সামগ্রীকে ‘অস্ত্র’ হিসেবে প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াতে ইসলামী।

সংগঠনটির দাবি, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অতিরঞ্জিত করে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে মেহেরপুর জেলা জামায়াত এক বিবৃতি প্রদান করছে।

বিবৃতি জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামীর আকাশচুম্বি জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র চলমান। মেহেরপুর জেলা জামায়াতের বিরুদ্ধে এমন-ই একটি প্রপাগান্ডা প্রচার করা হয়েছে। যেখানে প্রয়োজনীয় কিছু টুলস কিটকে অস্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

আপনাদের জানাতে চাই, আজ বেলা ১০ টার দিকে মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাও: মো: তাজউদ্দিন খান-এর ব্যবহৃত গাড়ীটি জেলা জামায়াতের অফিস থেকে তার বাস ভবনে ওঠানোর জন্য যাচ্ছিল। পথিমধ্যে একজন সাংবাদিক ও আমীরের সাক্ষাত প্রার্থী একজনকে গাড়িতে তুলে নেয় গাড়িচালক। জেলা আমীরের বাসভবনে যাওয়ার পথে হোটেলবাজার মোড়ে গাড়ীটি গতিরোধ করে সেনাবাহিনী। সেখানে গাড়ীতে থাকা কিছু নিয়মিত ব্যবহার্য জিনিস ও আত্মরক্ষা মূলক সরঞ্জামাদিকে অস্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়। গাড়িসহ তাদের আটক করে পুলিশে সোর্পদ করা হয়। পরবর্তীতে থানায় সেগুলো নিরিক্ষার মাধ্যমে প্রাণঘাতী না হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো কোনমতেই অস্ত্র বলা যায় না।

বিষয়টি অতিরঞ্জিত করে কিছু গণমাধ্যম ও কেউ কেউ সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। সেখানে এগুলোকে অস্ত্র হিসেবে দেখানো হচ্ছে যা বাস্তবাতার পুরোই বিপরীত। প্রতিপক্ষ বিষয়টি অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এবং মেহেরপুর ১ আসনের জামায়াত প্রার্থীর সম্মান ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে কাজ করছে। আপনাদের মাধ্যমে সঠিক তথ্যটি জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X