

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া বাজার এলাকায় সেনাবাহিনীর টহল দলের এক সদস্যের মারধরে ইসমাইল হোসেন সানা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাশিয়া বাজারের কাছে ঘটনাটি ঘটে। নিহত ইসমাইল হোসেন কাকবাশিয়া জেলেখালি এলাকার মহিরউদ্দীন সানার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ইসমাইল হোসেনসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁরা হেলমেট ছাড়া চলাচল করছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে সেনাবাহিনীর একটি টহল দলের সামনে পড়েন তাঁরা।
স্থানীয়দের ভাষ্য, সেনা সদস্যরা মোটরসাইকেলটির গতিরোধ করেন। এরপর ইসমাইল হোসেনকে মারধর করা হয়। মারধরের পর ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। ঘটনার পরপরই সেনা সদস্যরা এলাকা ত্যাগ করেন বলেও দাবি করা হয়।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান জানান, ঘটনাস্থলে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, মৌখিকভাবে তিনি এমন একটি অভিযোগের কথা শুনেছেন। তবে কী কারণে বা কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।
এ বিষয়ে আশাশুনি সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তিনি আরও জানান, বর্তমানে তিনি ক্যাম্পের বাইরে অবস্থান করছেন।
মন্তব্য করুন
