শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সব রেকর্ড ভেঙে আজ যে দামে বিক্রি হবে সোনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ এএম
সোনার গহনা
expand
সোনার গহনা

দেশের স্বর্ণ বাজারে আবারও নতুন অভূতপূর্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় নির্ধারণ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শুক্রবার (৩০ জানুয়ারি) থেকে এ দামে বিক্রি হবে স্বর্ণ। এছাড়া স্বর্ণের এই দামের সাথে যোগ হবে ৫% সরকারি ভ্যাট, যা যোগ করলে দাঁড়ায় তিন লাখ টাকা।

এ সময় দাম একদিনের ব্যবধানে প্রায় ১৬ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে এবং গত ২৪ জানুয়ারি থেকে মূল্যে বড় ধরনের ওঠানামা দেখা গেছে।

বাজুস সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ (তেজাবি গোল্ড) দাম বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

গত মঙ্গলবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানো হয়। এরপর গতকাল বুধবার ভরিতে বাড়ানো হয় ৭ হাজার ৩৪৮ টাকা। তাতে প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এবার এক লাফে ১৬ হাজার টাকার বেশি বেড়ে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো। এর আগে কখনও এক লাফে এত টাকা বাড়েনি।

এছাড়া ২১ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৯৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দর বেড়ে হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।

স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮১৬ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা বাড়িয়ে ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, স্বর্ণের মূল্য এখনও আন্তর্জাতিক বিপরীতে তুলনায় বেশিরভাগ—এমনকি প্রতিবেশী দেশগুলোর চেয়ে বেশি—দায়িত্ব রয়েছে ব্যপারে ক্রেতা ও বিশেষজ্ঞদের মধ্যে। ব্যপারে তুলনা করলে বাংলাদেশে দাম বেশিরভাগ সময় আন্তর্জাতিক বাজার মূল্যের উপর নির্ভর করে ওঠানামা করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X