শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

তুষারের আসনে ব্যালট থেকে ‘দাঁড়িপাল্লা’ বাদ দেওয়ার আবেদন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:০২ পিএম
১১ দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী মো. গোলাম সারওয়ার ওরফে সারোয়ার তুষার
expand
১১ দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী মো. গোলাম সারওয়ার ওরফে সারোয়ার তুষার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার আবেদন জানিয়েছে দলটি।

বুধবার (২৩ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বরাবর পাঠানো এক চিঠিতে এ আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নরসিংদী-২ আসনে নিজস্ব প্রার্থী মনোনয়ন দিয়েছিল। তবে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. গোলাম সারওয়ার ওরফে সারোয়ার তুষারের জন্য ছেড়ে দেওয়া হয়।

চিঠিতে আরও বলা হয়, জামায়াত মনোনীত প্রার্থী সময়মতো মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায় সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং রাজনৈতিক সমঝোতার বাস্তবায়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে এবং রাজনৈতিক সমঝোতা কার্যকর রাখার স্বার্থে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে জামায়াতের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে।

চিঠির শেষে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করা হয়।

১১ দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী মো. গোলাম সারওয়ার ওরফে সারোয়ার তুষার

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X