শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে নির্বাচনের জন্য ১০ লাখ টাকা দিলেন কর্মী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:২৯ এএম আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ এএম
জামালগঞ্জে বিএনপির এক সমাবেশে মনোনয়নপ্রত্যাশী নেতার হাতে দলের এক কর্মী নির্বাচনী খরচ হিসেবে ১০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন
expand
জামালগঞ্জে বিএনপির এক সমাবেশে মনোনয়নপ্রত্যাশী নেতার হাতে দলের এক কর্মী নির্বাচনী খরচ হিসেবে ১০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন

সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির এক সমাবেশে মনোনয়নপ্রত্যাশী নেতার হাতে দলের এক কর্মী নির্বাচনী খরচ হিসেবে ১০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে বেশ উৎসাহের সৃষ্টি হয়।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার সাচনাবাজার এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচির প্রচারণা ও ধানের শীষের পক্ষে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। যদিও এটি ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে ঘোষিত ছিল, বাস্তবে অনুষ্ঠানটি রূপ নেয় তার নির্বাচনী প্রস্তুতির এক সমাবেশে।

স্থানীয়রা জানান, বিকেল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে ছোট-বড় মিছিল নিয়ে কর্মীরা সমাবেশে যোগ দেন। বক্তৃতার এক পর্যায়ে কয়েকজন নেতা-কর্মী কামরুজ্জামানের গলায় ফুল ও টাকার মালা পরিয়ে শুভেচ্ছা জানান। পরে নূর কাশেম নামে এক কর্মী তার হাতে ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন।

চেক হাতে নিয়ে কামরুজ্জামান বলেন, “দলের জন্য মানুষ যে ভালোবাসা দেখাচ্ছে, সেটাই আমার সবচেয়ে বড় শক্তি। ওই কর্মীর সঙ্গে আগে ব্যক্তিগত পরিচয় ছিল না, কিন্তু তার এই আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মাহমুদ তালুকদার। এ সময় দলের স্থানীয় নেতাদের মধ্যে শাহীনুর রহমান, জুলফিকার চৌধুরী, ফজলুল কাদের তৌফিক, সাজ্জাদ মাহমুদ তালুকদার, জুনাব আলী ও আবদুল হকসহ অনেকে বক্তব্য রাখেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন