শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হয় ডাকসু থাকবে, নয় অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট: এস এম ফরহাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:১৪ এএম আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১০:৫৭ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ
expand
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ ভ্রাম্যমাণ দোকান ও ভবঘুরে বিক্রেতাদের বিরুদ্ধে সম্প্রতি চালানো উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে।

অভিযানে অংশ নিয়েছে ডাকসু প্রতিনিধিবৃন্দ, প্রক্টরিয়াল টিম, সিটি কর্পোরেশন পুলিশ ও মেট্রোরেল। এ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় হকার ও কিছু বামপন্থী ছাত্র সংগঠন মিছিল করে।

ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ডাকসু ও অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট একসাথে চলতে দিতে পারবেন না।

তার ভাষায়, “হয় ডাকসু থাকবে, নতুবা অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট থাকবে; দুটো একসাথে চলতে দেব না।”

ফরহাদ জানিয়ে দিয়েছেন, ক্যাম্পাসের প্রধান স্টেকহোল্ডার হলেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ; অনিবন্ধিত দোকানদার বা মাদক ব্যবসায়ীদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তিনি আরও দাবি করেন, বহিরাগত উচ্ছেদের ফলে যারা তাদের পুরনো লেনদেনের পরিবেশ হারাচ্ছে, তারা নতুনভাবে বিক্ষোভ সৃষ্টি করেছে এবং মিছিল করছে।

মতামতপ্রকাশে তিনি নিশ্চিত করেছেন যে ক্যাম্পাসের স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে ডাকসু প্রয়োজনীয় কর্তৃপক্ষ হিসেবে সক্রিয় থাকবে এবং অবৈধ কর্মকাণ্ড আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—তবে একইসঙ্গে সমস্যার গভীরতা অনুসারে ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন