মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য-চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ এএম আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম
বেগম খালেদা জিয়া
expand
বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় অতিরিক্ত পরামর্শ ও সমর্থন দিতে যুক্তরাজ্য ও চীন থেকে পৃথক দুটি বিশেষজ্ঞ চিকিৎসকদল ঢাকায় আসছেন। বিষয়টি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে খালেদা জিয়া বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সেখানে গঠিত মেডিকেল বোর্ডকে আরও উন্নত সহায়তা দিতে বিদেশি বিশেষজ্ঞরা বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ডা. জাহিদের বরাত দিয়ে শায়রুল কবীর বলেন, যুক্তরাজ্য ও চীন থেকে আগত চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং স্থানীয় মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা সংক্রান্ত মতামত দেবেন।

চেয়ারপারসনের পরিবার এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X