মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে দেখতে এসে যা বললেন জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ এএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াত আমির
expand
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াত আমির

খালেদা জিয়া বর্তমানে গভীর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। আমি তাকে কাছ থেকে দেখে এসেছি। তার ডায়ালাইসিস চলছে। তিনি ডিপ সিচুয়েশনে আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর হাসপাতালে পৌঁছান জামায়াত আমির। পরে পৌনে ১১টার দিকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আজকে আর কোনোভাবে মনকে বোঝাতে পারিনি, এজন্যই আসলাম। আমি উনাকে দেখে এসেছি।’

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি জানান, এখন উনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনে (এক প্রকার চিকিৎসা পদ্ধতি যেখানে ওষুধ ব্যবহার করে রোগীকে গভীর ঘুমে রাখা হয়) আছেন। সারা দুনিয়ার মানুষের সঙ্গে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন।

শারীরিক জটিলতা নিয়ে খালেদা জিয়ার বহুদিনের চিকিৎসা প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সবাই জানি বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এভারকেয়ারে এর আগেও বহুবার এসেছেন, কিন্তু এবারের মতো এত সংকটজনক পরিস্থিতি আগে হয়নি।’

নিজে এতদিন হাসপাতালে না গিয়ে দূর থেকে দোয়া করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি ধৈর্য ধরছিলাম। দোয়া করছিলাম বাহির থেকে। মনে হচ্ছিল এখানে এসে ডিস্টার্ব না করি।’ এ সময় তিনি বিএনপির পক্ষ থেকে দেওয়া অনুরোধের কথাও স্মরণ করিয়ে দেন।

জামায়াত আমির বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আহ্বান জানিয়েছিলেন দোয়া করুন, এসে ভিড় করবেন না। এতে উনার চিকিৎসা বিঘ্নিত হচ্ছে, অন্য রোগীদের চিকিৎসাও ব্যাহত হয়।’

খালেদা জিয়ার সুস্থতার জন্য তিনি আবারও দোয়া করে বলেন, ‘আমি দু’চোখে একটু দেখে আসতে পেরেছি এটাই আমার সান্ত্বনা। তিনি সুস্থ হয়ে ফিরে আসুন, জাতির খেদমতে বাকি জিন্দেগিটা কাটাতে পারেন এই দোয়া করি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X