

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার রায় ঘোষণার আগের রাতে প্রসিকিউশন টিমের কয়েকজন সদস্যের ফোনে হুমকি এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটরসহ দলের একাধিক সদস্য।
তাদের দাবি, রবিবার রাত থেকেই ভারতীয় কান্ট্রি কোডযুক্ত অজানা নম্বর থেকে বারবার ফোন আসে। ফোনে অশালীন ভাষায় কথা বলা হয় এবং রায় ঘোষণার বিষয়ে ‘মারাত্মক পরিণতি’র হুমকি দেওয়া হয়।
প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, গতকাল সন্ধ্যা থেকেই একের পর এক ফোন আসতে থাকে। অধিকাংশ কলেই বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে রায় গেলে প্রসিকিউশন টিমের কেউ রেহাই পাবে না।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, একই ধরনের ভাষায় অসংখ্য ফোন পেয়েছেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একপর্যায়ে ফোন বন্ধ করে দিতে হয়। তার মন্তব্য— যারা ভয় দেখায়, তারা মূলত কাপুরুষ; এসব হুমকি গুরুত্ব দেওয়ার মতো নয়।
তবে দলকে লক্ষ্য করে এমন বার্তা উদ্বেগের কারণ তৈরি করেছে।
মন্তব্য করুন
