রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী গ্রেপ্তার হতে পারেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
expand
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

অভিযোগে বলা হয়েছে, পারিবারিক ব্যবসার অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা নেওয়ার পর টাকা আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির ঘটনা ঘটেছে।

আদালত সূত্রে জানা যায়, মামলার শুনানির জন্য নির্ধারিত তারিখে মেহজাবীনসহ আসামিরা উপস্থিত না হওয়ায় ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন।

১৬ নভেম্বর রোববার এ বিষয়ে তামিল প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর।

অভিযোগকারী জানান, দীর্ঘ ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন সময় নগদ ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে মোট ২৭ লাখ টাকা তিনি প্রদান করেন।

প্রতিশ্রুতি ছিল নতুন পারিবারিক ব্যবসায় তাঁকে অংশীদার করা হবে। কিন্তু দীর্ঘদিনেও কোনো উদ্যোগ না নেওয়ায় তিনি টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।

বাদীর দাবি, ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইতে গেলে ১৬ মার্চ হাতিরঝিল সংলগ্ন একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়।

সেখানে উপস্থিত হলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন এবং বাসার সামনে গেলে ‘মারার হুমকি’ দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভাটারা থানায় গেলে পুলিশ তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে আমিরুল ইসলাম নামে ওই ব্যক্তি ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন