সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘গ্লিসারিন দাও—রুমাল ধরলেই যেন চোখে পানি আসে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫০ এএম
শেখ হাসিনা-ফাইল ছবি
expand
শেখ হাসিনা-ফাইল ছবি

মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা বই ‘আমার ফাঁসি চাই’–এ একটি ঘটনার বর্ণনায় বলা হয়েছে, বিরোধী দলে থাকা অবস্থায় শেখ হাসিনা নাকি রুমালে গ্লিসারিন লাগানোর নির্দেশ দিয়েছিলেন, যাতে কোনো মৃতদেহ দেখতে গিয়ে চোখে পানির ভাব দ্রুত আসে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান এক মামলার যুক্তিতর্ক উপস্থাপনার সময় বইটির ওই অংশ উদ্ধৃত করে শোনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

জুলাই–আগস্টের মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে টানা পাঁচ দিন যুক্তি উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।

যুক্তিতর্কের পঞ্চম দিনে প্রসিকিউশন বইটির বিভিন্ন অংশ পড়েন, যেখানে জাহানারা ইমাম ও “লাশ রাজনীতি” প্রসঙ্গও উঠে আসে।

বইয়ের ৭১ নম্বর পাতার একটি উদ্ধৃতিতে বলা হয়, বিকেলবেলায় শেখ হাসিনা নাকি বিরক্তি প্রকাশ করে বলেন, এত মানুষ আসছে–যাচ্ছে, এত ফুলের তোড়া আসছে, কিন্তু সদ্য নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফকে কোথাও দেখা যাচ্ছে না।

তিনি কেন ফোনও করলেন না—তা নিয়েই ছিল তাঁর বিস্ময়। মন্তব্যে আরও বলা হয়, হানিফ আগে এরশাদের দলে গিয়ে সুযোগ না পেয়ে পরে আবার আওয়ামী লীগে ফিরে আসেন এবং তাকে মেয়র করতে বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে।

এরপরই তাঁকে নির্দেশ দেওয়া হয়—হানিফের কোনো সমস্যা হয়েছে কি না তা দ্রুত খোঁজ নিতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন