বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাবির হিজাবি শিক্ষার্থীদের পক্ষ নিলেন ঢাবি শিক্ষক মোনামি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০২:২২ পিএম আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০২:৩৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন মোনামি
expand
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন মোনামি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক সমাজের অনেকে, পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও উদ্বেগ জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন মোনামি বিষয়টি নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন ফেসবুকে।

তিনি লেখেন, ওই পোস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক মহলের মধ্যে লুকিয়ে থাকা সাংস্কৃতিক সংকীর্ণতা, রাজনৈতিক গোঁড়ামি ও ইসলামোফোবিক মানসিকতার প্রতিফলন ঘটায়।

মোনামির ভাষায়, “এই ধরনের মনোভাব প্রমাণ করে যে আমাদের একাডেমিক সম্প্রদায়ের ভেতরে এখনো বৈষম্য, পক্ষপাত আর কুসংস্কার গভীরভাবে প্রোথিত। আমরা প্রায়ই শিক্ষার্থীদের উদ্বেগকে উপেক্ষা করে আসছি, অথচ এই ঘটনা দেখায়—তাদের সেই উদ্বেগ অমূলক ছিল না।”

তিনি আরও লেখেন, “একজন শিক্ষক হিসেবে আমাদের উচিত শিক্ষার্থীদের প্রতি সম্মান, ন্যায় ও সহমর্মিতার পরিবেশ তৈরি করা।

তাদের বিশ্বাস, মত বা পরিচয়ের কারণে কোনো ধরনের বৈষম্য বা বিচার হওয়া উচিত নয়।”

ঘটনাটি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা-ক্ষোভ অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন