রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার বিরুদ্ধে রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
শেখ হাসিনা-ফাইল ছবি
expand
শেখ হাসিনা-ফাইল ছবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুই আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করবেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গাজী এম এইচ তামিম নিশ্চিত করেছেন, রায় ঘোষণার পর শেখ হাসিনার বিরুদ্ধে পুনরায় ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করা হবে।

পাশাপাশি হাসিনাসহ অন্য আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করে।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ সিদ্ধান্ত নেন।

এছাড়া প্যানেলের অন্য দুই বিচারক হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন