শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধুর মরদেহকে ২৬ টুকরা করা দুই আসামি ৫ দিনের রিমান্ডে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
জারেজুল ইসলাম ওরফে জরেজ এবং শমীমা আক্তার
expand
জারেজুল ইসলাম ওরফে জরেজ এবং শমীমা আক্তার

ঢাকার হাইকোর্টের সামনে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে আশরাফুল হক নামে রংপুরের এক ব্যবসায়ীর খণ্ডিত লাশ উদ্ধারের মামলায় গ্রেপ্তার ‘প্রধান সন্দেহভাজন’ জারেজুল ইসলাম ওরফে জরেজ এবং শমীমা আক্তারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী রিমান্ডের তথ্য নিশ্চিত করেন। শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিচার কিছু বলার আছে কিনা জানতে চাইলে কিছু বলার নেই বলে জানান আসামিরা।

এর আগে জরেজ ও শামীমা পুলিশ ও র‍্যাবের কাছে ভিন্ন ভিন্ন স্বীকারোক্তি দিয়েছেন। এই দু’জনকে গ্রেপ্তারের পর পৃথক সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের কারণ নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে র‍্যাব ও পুলিশ।

র‍্যাব বলছে, অন্তরঙ্গ কার্যকলাপের ভিডিও ধারণ করে আশরাফুলের কাছ থেকে ১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা করা হয়েছিল।

পরে তাকে হত্যা করা হয়। আর পুলিশ বলছে, ত্রিভুজ প্রেমের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন