

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর ধানমন্ডি–৩২ এ বুলডোজার নিয়ে যাওয়া ব্যক্তিদের ‘রাজাকার’ বলে ফেসবুকে মন্তব্য করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত শাওনের পোস্টকে কেন্দ্র করে বহু নেটিজেন কঠোর সমালোচনা করেছেন।
কেউ কেউ তাকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে অভিযুক্ত করছেন, আবার অনেকে বিভিন্ন অভিযোগ তুলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিভিন্ন মন্তব্যে দেখা যায়,
এক নেটিজেন অভিযোগ করেন, শাওন ছাত্র-জনতার আন্দোলনকে অপমান করেছেন।
কেউ কেউ তাকে ‘বিদেশি স্বার্থের অনুসারী’ বলে উল্লেখ করেন।
কয়েকজন তার বক্তব্যের নিন্দা জানিয়ে দ্রুত গ্রেপ্তারেরও দাবি তোলেন।
অন্য এক ব্যবহারকারী লেখেন, “ধানমন্ডি ৩২ নিয়ে মন্তব্য করার আগে বাস্তবতা বোঝা উচিত।”
আরেকজন বলেন, “এ ধরনের মন্তব্য নতুন রাজনৈতিক পরিবেশে ন্যায্য নয়।”
বেশ কয়েকজন মন্তব্যকারী শাওনের বক্তব্যকে উসকানিমূলক বলে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেও, অন্যদিকে অনেকে মতপ্রকাশের স্বাধীনতার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন।
সামগ্রিকভাবে শাওনের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে এবং বিষয়টি ঘিরে মতবিরোধও তীব্র হয়েছে।
মন্তব্য করুন
