বুধবার
২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় সংসারেও ইতি টানলেন মীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১১:২৭ এএম
দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ মীরা বাসুদেবন
expand
দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ মীরা বাসুদেবন

দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ মীরা বাসুদেবন আবারও বিচ্ছেদের পথে হাঁটলেন। চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমের সঙ্গে তার এক বছরের দাম্পত্য শেষ হয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি নিজেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মীরা লিখেছেন, ২০২৫ সালের আগস্ট থেকে নিজেকে অবিবাহিত হিসেবে ঘোষণা করছি। তিনি আরও উল্লেখ করেন যে এখন তিনি তার জীবনের সবচেয়ে স্বস্তিদায়ক ও শান্ত সময়ে আছেন। অর্থাৎ বিচ্ছেদটি কিছুদিন আগেই হয়েছে, প্রকাশ মাত্র এখন।

গত বছরের মে মাসে কোয়েম্বাটুরে মীরা ও বিপিনের বিয়ে হয়েছিল যা ছিল মীরার তৃতীয় বিবাহ। তবে এক বছরও না যেতেই সেই সম্পর্ক ভাঙনে গড়ায়। ডিভোর্সের আনুষ্ঠানিক ঘোষণার পরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিপিনকে নিয়ে থাকা সব ছবি ও ভিডিও সরিয়ে ফেলেন।

দুজনের পরিচয় হয়েছিল জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘কুদুম্ববিলাক্কু’র সেটে। কাজের সূত্রে পরিচয় ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। বিপিন পালাক্কাড়ের বাসিন্দা এবং বেশ কয়েকটি ধারাবাহিক ও তথ্যচিত্রে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।

বিপিনকে বিয়ের আগেও মীরার একটি সংসার ছিল। অভিনেতা জন কোকেনের সঙ্গে তার বিয়ে থেকে আরিহা নামে এক পুত্রসন্তান রয়েছে।

দক্ষিণী সিনেমায় প্রাণবন্ত অভিনয়ের জন্য মীরা বিশেষভাবে পরিচিত। মোহনলালের সঙ্গে ‘থানমাথরা’ ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পান। এছাড়া ওরুভান, একান্তম, কাক্কি, পচমরথনলিল সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। টেলিভিশনেও তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X