রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধঘোষণা: অভিনেত্রী চমক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
গুলিবিদ্ধ হাদি, যা বললেন অভিনেত্রী চমক। ছবি: কোলাজ।
expand
গুলিবিদ্ধ হাদি, যা বললেন অভিনেত্রী চমক। ছবি: কোলাজ।

দেশের রাজনৈতিক ইস্যুতে সরব ভূমিকা পালন করেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায়ও বসে নেই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে প্রকাশ করেন নিজের মত।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চমক লিখেছেন, ‘হাদি হয়তো ফিরবে, আরও জোরালো গর্জনে। আর যদি না ফেরে,তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধঘোষণা l’

চমকের পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই নিজের মত দিয়েছেন। একজন লিখেছেন, ‘যাথার্থ বলেছেন।’ অন্যজন বলেছেন, ‘হাদি ভাইকে ফিরতেই হবে।’

গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন।

তখন হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার পর দিকে ঢাকা মেডিকেলে ওসমান হাদির অপারেশন সম্পন্ন হয়।

শরীরিক অবস্থা স্থিতিশীল হলে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য হাদিকে সন্ধ্যা ৭টার পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X