রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘নির্বাচন হচ্ছে না, এবার ভেতরের খবর ফাঁস’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

জনপ্রিয় টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, বর্তমান সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন সম্ভব নয়।

তিনি মন্তব্য করেন, এমন নির্বাচন হয়তো কেবল আনুষ্ঠানিক হবে, ২০১৪, ২০১৮, ২০২৪ বা আরও আগে যেমন ১৯৯৬, ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনের মতো।

শনিবার (২৯ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, অনেকেই অবাক হতে পারেন কেন তিনি এমন মন্তব্য করেছেন।

তিনি প্রশ্ন তোলেন- আপনি কেন নির্বাচন দেখেন? নির্বাচনের জন্য কোনো প্রস্তুতি আছে কি? সরকারের সদিচ্ছা কোথায়? রাজনৈতিক দলগুলো নির্বাচনকে কেন্দ্র করে কীভাবে তৎপর?

জিল্লুর রহমান আরও উল্লেখ করেন, ‘এ নির্বাচন অনেক আগেই হওয়া উচিত ছিল। গত ১৪ মাসে দেশের অর্থনীতি ও রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপত্তার সংকট দেখা দিয়েছে, তখনই নির্বাচন হওয়ার কথা ছিল। তবে বিএনপিও সরকারকে নির্বাচনের জন্য তেমন চাপ দেয়নি।’

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক স্ট্যাটাস প্রসঙ্গ টেনে বলেন, ‘তারেক রহমান স্পষ্ট করেছেন, দেশে ফেরা তার নিজের ইচ্ছার ওপর নির্ভর করছে না।

কিছু বিষয় অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত। তাই পুরো পরিস্থিতি প্রকাশ করা সম্ভব হয়নি। রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে এলে তিনি দেশে ফিরবেন।’

জিল্লুর রহমানের ভাষ্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিএনপি ও তারেক রহমানের জন্য অনুকূলে নেই।

তিনি মনে করেন, এই সরকারের অধীনে প্রকৃত অর্থে কোনো নির্বাচন করা সম্ভব নয়। রাজনৈতিক দলের মধ্যে জোট এবং বিতর্কের নানা ঘটনা চলছে, যা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ বা মাস দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

এখানে যদি নির্বাচিত জনগণের সরকার থাকত, সঠিক রাজনীতি হতো, পরিস্থিতি ভিন্ন হতে পারত। তবুও খারাপ পরিস্থিতির মধ্যেও ইতিবাচক ধারা তৈরি হতে পারে।’

শেষে তিনি দেশের সকলের কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘তিনি রাজনীতিতে আগের মতো সক্রিয় নাও থাকতে পারেন, তবে পরিবারের অভিভাবক হিসেবে দলের জন্য শক্তি হয়ে থাকবেন। দেশের জন্যও তার অস্তিত্ব গুরুত্বপূর্ণ।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X