রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী তহবিলে লাখ লাখ টাকা অনুদান পেলেন হাদি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
ঢাকা-৮ আসনের সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি
expand
ঢাকা-৮ আসনের সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি

ঢাকা-৮ আসনের সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি তার নির্বাচনী তহবিলের সর্বশেষ তথ্য প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন মাধ্যমে মোট ১৫ লাখ ৪০ হাজার ৪১২ টাকা অনুদান পেয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে হাদি এই তথ্য জানান।

তাঁর দেয়া হিসাব অনুযায়ী-

ব্যাংকে জমা: ১৩,৩১,৫৫৭ টাকা, বিকাশের মাধ্যমে: ১,৯৮,৯৮৯ টাকা, নগদ: ৬,০২৮ টাকা, রকেট: ৩,৮৩৮ টাকা।

মোট অনুদান দাঁড়িয়েছে ১৫,৪০,৪১২ টাকা।

ওসমান হাদি জানিয়েছেন, নির্বাচন শেষে সকল অনুদানের পূর্ণাঙ্গ হিসাব ব্যাংক স্টেটমেন্টসহ প্রকাশ করা হবে এবং ডোনারদের গোপনীয়তা রক্ষা করা হবে।

এছাড়া যারা এখনও তার নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করতে চান, তারা নির্দিষ্ট অ্যাকাউন্টে অনুদান পাঠাতে পারবেন।

প্রার্থী হিসেবে হাদি জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতার গুরুত্বের ওপর জোর দিয়ে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X