রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুর সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম
বিজিবির চেকপোস্ট
expand
বিজিবির চেকপোস্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর শেরপুরের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি। এর আগে, শুক্রবার রাত থেকে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং কড়া নজরদারি চালাচ্ছেন তারা।

বিজিবি জানায়, ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট, শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ৭৬কিলোমিটার সীমান্তের বিভিন্ন সড়কে বিজিবির কঠোর তল্লাশি ও টহল কার্যক্রম চলছে। কেউ যেনো সীমান্ত অতিক্রম করতে না পারে, সে লক্ষ্যে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রতিদিন নির্ধারিত টহলের পাশাপাশি বিশেষ টহল মোতায়েন করা হয়েছে।

এছাড়া বিশেষ গুরুত্বপূর্ণস্থানে চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একইসাথে দেশের অভ্যন্তরে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতেই এমন কড়া নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। এছাড়া বিশেষ গুরুত্বপূর্ণস্থানে চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান চালাচ্ছে বিজিবি।

ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, ময়মনসিংহ ও শেরপুরের ৭৬কিলোমিটার সীমান্তে আমরা কড়া নজরদারি করছি। শুক্রবার রাতে সীমান্তবর্তী বিভিন্ন উপজেলায় বিজিবি’র অতিরিক্ত টহল কার্যক্রম শুরু হয়েছে, যা এখনও চলমান রয়েছে। সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X