

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া মনে করেন, দেশের বৃহত্তম ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় বাস্তবে যুবসমাজকে কর্মসংস্থানের পরিবর্তে বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে।
রোববার (৩০ নভেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত ‘বিয়ন্ড জবলেস গ্রোথ: টুওয়ার্ডস অ্যান এমপ্লয়মেন্ট-সেন্টার্ড পলিসি ফ্রেমওয়ার্ক ফর বাংলাদেশ থ্রু অ্যা পোস্ট-নিওলিবারেল লেন্স’ শীর্ষক আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, শ্রমবাজারে যেসব নতুন কর্মী প্রবেশ করছে, তাদের বেশির ভাগই দক্ষতার ঘাটতিতে ভুগছে।
প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে বিদেশি শ্রমবাজার থেকেও দেশের আয় অন্তত দশগুণ বাড়ানো সম্ভব হতো।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসাইন জিল্লুর রহমান জানান, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ ভুলধরনের প্রবৃদ্ধির ফাঁদে পড়ে ছিল।
তার ব্যাখ্যায়, এ সময়ে প্রতিষ্ঠানভিত্তিক দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে, যা কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমবাজারে নারীর অংশগ্রহণকে ধারাবাহিকভাবে নিচে নামিয়েছে।
মন্তব্য করুন

