

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না-এ বিষয়ে বিস্তারিত তথ্য দেশবাসীর সামনে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বলেছেন।
গতকাল রবিবার (৩০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসে মির্জা গালিব লেখেন, 'তারেক রহমান কেন দেশে আসতে পারতেছেন না, এইটার ডিটেইলস দেশবাসীকে জানানো উচিত।'
এটি কোনো ব্যক্তিগত বিষয় নয় উল্লেখ করে তিনি আরও বলেন, 'এইটা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের সঙ্গে রিলেটেড।'
ড. গালিব প্রশ্ন তোলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত প্রধানকে দেশে ফিরতে বাধা দিচ্ছে যে বা যারা, ভবিষ্যতে তিনি প্রধানমন্ত্রী হলে তারা দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নিতে তাকে চাপ দেবে না- সেই নিশ্চয়তা কোথায়?
তিনি মনে করেন, জাতির স্বার্থে এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা এখন জরুরি।
মন্তব্য করুন

