

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে র্যাব পরিচয় ব্যবহার করে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ছয়জনকে আটক করেছে র্যাব-১০। তাদের কাছ থেকে র্যাবের লোগোযুক্ত জ্যাকেট, একটি হ্যান্ডকাফ এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, পল্টন এলাকায় বিশেষ অভিযানে এই চক্রকে ধরা হয়েছে, যারা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করছিল।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।
মন্তব্য করুন

